বিস্মিল্লাহ খানের স্মরনে
বিস্মিল্লাহ খানের স্মরনে
জয়দেব দাস, কাশী
বিসমিল্লাহ খানের কবরে হনুমান চালিসা পাঠ! বিসমিল্লাহ খানের সমাধিতে হনুমান চালিসা পাঠ করেন ওস্তাদের মানস পুত্রি এবং শিষ্য পদ্মশ্রী ডক্টর সোমা ঘোষ। সঙ্গে করলেন স্ম্রিতি চারণ। খান সাহেবের নাতি আফাক হায়দার খানের সাথে রাগ মধুবন্তীতে বন্দিশ গেয়ে খান সাহেবকে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার 108তম জন্মবার্ষিকীতে ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খানের কবরে খরাজ-ই-আকিদাত পেশ করা হয়ে। ওস্তাদ বিসমিল্লাহ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে দরগাহ-ই-ফাতমানে তাঁর সমাধিতে ফুলের চাদর অর্পণ করা হয়।
ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। মাত্র তিন বছর বয়সে, তিনি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে মামা আলী বক্স 'বিলায়াতু' খানের কাছে শিক্ষা গ্রহণ করা আরম্ভ করেন, আলী বক্স 'বিলায়াতু' খান তখন কাশী বিশ্বনাথ মন্দিরের এক শেহনাই বাদক ছিলেন। 14 বছর বয়সে, বিসমিল্লাহ তার চাচার সাথে এলাহাবাদ সঙ্গীত সম্মেলনে যান।
পদ্মশ্রী সোমা ঘোষ ওস্তাদের মানস পুত্রী, বর্তমানে মুম্বাই থাকেন। প্রতিবার খান সাহেবের জন্মদিনে কাশী থাকার আপ্রাণ চেষ্টা করেন। বলেন বাবা না চাইলে আসা কি সম্ভব ! ডঃ সোমা ঘোষ ভারতীয় সঙ্গীত শিল্পী। 2016 সালে, তিনি ভারতিয় সঙ্গীতে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
Comments
Post a Comment