গান                                                                       

পাখিদের  ঐ  পাঠশালাতে ; কোকিল  গুরু  শেখায়ে  গান
ময়না  ভালো  গান শিখেছে ; শুনলে  পরে  জুড়ায়ে প্রান ।
বুলবুলির  ঐ  মিষ্টি গলা ;  তাইতো  সবাই ছুটে আসে
চান্দনাবৌ  মনে মনে ;  বুলবুলিকেই  ভালবাসে ।
এই  কথাটি  জেনে ময়না
 করলো ভারী অভিমান ।।

আম গাছের ওই মগডালেতে ; আজকে ওদের জলসা হবে
ময়না  টিয়ে   দোয়েল  ফিঙে; সকলি  আজ  গান  শোনাবে ।
গানের শেষে সবার মতে; ময়না আজ হেরেগেলো
চন্দনাবৌ  বরণ মালা;  বুলবুলিকেই  পরিয়ে  দিল ।
ময়না কথাযে চলে গেল
নিয়ে  চোখে জলের বান ।।

                                     রচনা - তনুশ্রী সরকার

Comments

Popular posts from this blog

আচার্য ভরত প্রস্তাবিত অভিনয়রীতি

কাশীর বাঙালী টোলার দ্বীতিয় পাতালেশ্বর