মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের নাট্যকলা বিভাগের নাট্য অনুষ্ঠান
শিল্পই শান্তি। এটাই মূল বক্তব্য। ২০২৪ এর বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই বার্তা দিয়ে নিজের কথা রাখেন নরওয়ের জন ফসে। বিশ্ব নাট্য দিবসে নানান জায়েগায়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। সেই সুত্রে ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবসে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের নাট্যকলা বিভাগ এবং ললিতকলা বিভাগের শিক্ষার্থীরা এক সুন্দর নাট্য অনুষ্ঠানের আয়জন করে এবং উপস্থাপনা করে চারটি নাটক। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। পূর্বে শুধুমাত্র কাশী বিদ্যাপীঠ নামে পরিচিত ছিল, কিন্তু পরে এটি মহাত্মা গান্ধীজীর নাম যুক্ত করে তাঁকে উৎসর্গ করা হয়। দিন ছিল ১১ জুলাই ১৯৯৫। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক , স্নাতকোত্তর ও গবেষণা পর্যায়ের শিক্ষা পাওয়া যায়। ইন্ডিয়া টুডে-র সমীক্ষা বলছে বিশ্ববিদ্যালয়টি দেশের মধ্যে ১৩তম স্থান অর্জন করেছে। ১০ ফেব্রুয়ারি ১৯২১ অসহযোগ আন্দোলনের সময় ( বসন্ত পঞ্চমীর পবিত্র দিন উপলক্ষ্যে ) বাবু শিব প্রসাদ গুপ্ত দ্বারা বারাণসীর ভাদাইনি অঞ্চলে কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়ে। গান্ধীজি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশরত্ন...