মহামায়াতন্ত্রম

৬৪ তন্ত্র পরিগণন-এর মধ্যে প্রথমা মহামায়া তন্ত্র। তাই তাঁর মহত্বের বিষয় বোধ করা যায়। মহামায়া ' নামোল্লেখ বহু গ্রন্থকার দ্বারা উল্লেখিত। নিত্যাষোড়শীকার্ণব এর অনুরূপ ৬৪ প্রকারের তন্ত্র গ্রন্থ বিদ্যমান। সেই সব গ্রন্থের মধ্য প্রথম নাম মহামায়া তন্ত্রের। এটি পূর্ন তন্ত্র গ্রন্থ নয়। শ্রী বজ্রশেখর তন্ত্রের একটি ভাগ মাত্র। অত্যন্ত গুুত্বপূর্ণ হওয়ায় তাই প্রাচীন কাল থেকে পৃথক ভাবে চর্চিত।

তন্ত্র তিন প্রকার - হেতু, ফল এবং উপায়। এই তন্ত্রে সংক্ষিপ্তকারে হেতু, ফল ও উপায়ের বর্ণনা পাওয়া যায়। এটি বজ্রডাকিনী নামক পরম গুহ্য তন্ত্র। সেই পরিণীত হয়ে মহামায়া, যার ফলে এর নাম মহামায়া। এখানে বুদ্ধ ডাকিনী, বজ্র ডাকিনী, রত্ন ডাকিনী, পদ্ম ডাকিনী এবং বিশ্ব ডাকিনী দেবী রূপে গণ্য। তারাই মূল তত্ত্ব। এঁদের দ্বারাই সমগ্র জগৎ ব্যাপ্ত।

প্রথম নির্দেশ
মংলাচরণ। 

Comments

Popular posts from this blog

আচার্য ভরত প্রস্তাবিত অভিনয়রীতি

কাশীর বাঙালী টোলার দ্বীতিয় পাতালেশ্বর