The Silent Artist
সুখবর জন্য লেখা মূকতারা নিরঞ্জন জয়দেব দাস, কাশী Hoichoi তে the silent artist নামক তথ্যচিত্র এক মাস আগে এলেও, আজ অব্দি সে সাইলেন্ট বজায় রেখেছে। মানে দর্শকের কোন প্রতিক্রিয়া নেই, নেই কোনো সংবাদ! থাকবেই বা কেন? এ তো কোন জনপ্রিয় তারকার সিনেমা নয়; এ এক তারার হলেও সে মূকতারা। মূক শিল্পী। শিল্পি পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী। মূকাভিনয়, যাকে আমরা জানি, দেখে ফিরেছি আমাদের এই বাংলায় বিভিন্ন অনুষ্ঠানে তার প্রচলন খুব বেশী দিনের নয়। পঞ্চাশের দশকের শেষ পাদে বা ছয়ের দশকের আরম্ভে এই শিল্প গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে। পাশ্চাত্য প্রভাবে। কিছু প্রতিভাবান শিল্পী তাকে প্রাণ দেন। নতুন এক শিল্প চর্চার সূত্রপাত। ভারত উপমহাদেশে মূকাভিনয়ের পথিকৃৎ পশ্চিমবঙ্গ। শ্যামমোহন চক্রবর্তী, যোগেশ দত্ত, অরুণাভ মজুমদার ছিলেন এই পথ চলার যথার্থ কান্ডারী। এই কান্ডারীর মধ্যে এক নাম যোগ করা যায় শ্রী নিরঞ্জন গোস্বামী। 10th জুন ott প্লাটফর্মে রিলিজ করা হয় ‘দ সাইলেন্ট আর্টিস্ট’ তথ্যচিত্র। এক ঘণ্টার তথ্যচিত্র মুকাভিনেতা শ্রী নিরোঞ্জন গোস্বামী কে ঘিরে। এক সাধারণ কিশোরের মাইমের মত অজনপ্রিয় শিল্পের প্রতি ভালবাসা আর ত...