Posts

Showing posts from May, 2024

দশ শতাব্দীরও অধিক পুরাতন কাশীর নৃসিংহ লীলা

Image
নৃসিংহলীলা জয়দেব দাস, কাশী  মাতৃ জঠরে থাকাকালীন কয়াধুর মাধ্যমে প্রহ্লাদ নারদের হরিগুণগানে বিভোর থাকতেন৷ জন্মলাভের পর বাল্যকাল অবধি তিনি নারদের কাছে বিদ্যালাভও করেছিলেন৷ এর ফলে প্রহ্লাদ শ্রীবিষ্ণুর এক প্রিয় ভক্ত হয়ে ওঠেন৷ অপরদিকে তার পিতার ভগবানের প্রতি অনীহা ও আধ্যাত্মিকতার প্রতি অনাস্থার দরুণ প্রহ্লাদ বারবার নিজ পিতার থেকে সাবধানবাণী পান৷ একাধিকবার এরূপ সতর্কতা উপেক্ষা করেও বিষ্ণুর প্রতি তাঁর বিশ্বাস একটুও কম হয়নি৷ ফলস্বরূপ হিরণ্যকশিপু পুত্রকে হত্যা করতে উদ্যত হলেও বিষ্ণুর কৃপায় বারবার বেঁচে যায় প্রহ্লাদ৷ তাঁর হাতি দ্বারা পদদলিত করার পরিকল্পনাও বিফলে যায়৷ পরে দৈত্যরাজ নিজ পুত্রকে সর্পসংকুল কক্ষে আবদ্ধ করলে সর্পকুল প্রহ্লাদের জন্য পালঙ্ক নির্মাণ করে দৈত্যরাজের পরিকল্পনা নস্যাৎ করে। এসবের পরেও প্রহ্লাদকে দৈত্যচেরীগণ নদীতে নিক্ষেপ করলে বিষ্ণুই তাকে উদ্ধার করেন৷ হিরণ্যকশিপুর ভগিনী হোলিকা বরপ্রাপ্ত ছিলেন যে অগ্নি তাকে ভষ্ম করতে পারবে না৷ হিরণ্যকশিপুর পরিকল্পনায় হোলিকা জ্বলন্ত চিতার ওপর নিজ ভ্রাতুষ্পুত্রকে কোলে নিয়ে ঝাঁপ দেয়৷ প্রহ্লাদের প্রার্থনায় ও বিষ্ণুর ছলনার ...

১০১ বর্ষ পূরণে বারাণসীর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন

Image
১০১ বর্ষ পূরণে বারাণসীর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন চৈত্রের বাতাসে শীতের ছোঁয়াটুকু মিলিয়ে যেতেই সম্ভাবনার ডালি নিয়ে নতুন বছরের আবির্ভাবে মন হয় উল্লাসিত। সেই উল্লসিত প্রাণে, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, বারাণসী শাখা ২২শে বৈশাখ ১৪৩১ (ইং ৫ই মে ২০২৪) রবিবার "বর্ষবরণ উৎসব” সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বারাণসীর দুর্গাচরণ গার্লস্ ইন্টার কলেজ প্রেক্ষাগৃহে (ফরিদপুরা, সোনারপুরা) আয়োজন করে। অনুষ্ঠানের প্রারম্ভেই দীপ প্রজ্জ্বলন ও সংগঠন গীত, সমবেত রুপে পরিবেশিত হয়। অনুষ্ঠানের মুখ্য আকর্ষন “সঙ্গীতাঞ্জলি”। রবীন্দ্রনাথের ভাবধারা কে বহন করা অলক্ষ্যে ছিল তারই গানের স্পর্শ। শিল্পীদের প্রশংসনীয় উপস্থাপনা শুনে গীতি আলেখ্যটি দর্শকদের মনে বিশেষ রেখাপাত করে।  এই অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন ও নতুনের মেলবন্ধন প্রকাশ পায়। সঙ্গীতানুষ্ঠানে অতিথি শিল্পী রূপে মঞ্চ অলংকৃত করেন বিদুষী সঙ্গীত শিল্পী শ্রীমতী সুচরিতা গুপ্ত, শ্রীমতী পুষ্প ব্যানার্জি, শ্রীমতী ব্রততী দাশগুপ্ত এবং শ্রীমতী পৌলমী। শ্রীমতী শতরূপা রায় চ্যাটার্জী, শ্রীমতী জয়া রায়, শ্রীমতী দেবযানী রায়, শ্রীমতী মেঘা গাঙ্গুলি এবং কুমার...