Posts

Showing posts from July, 2023

কাশীতে বিপ্লবী - সিদ্ধযোগী কালীপদ গুহরায়

Image
বিপ্লবী - সিদ্ধযোগী কালীপদ গুহরায় কাশীর মানসরবর ঘাটের ওপর এক বাড়ির নাম ' মানসরবর '। এই বাড়ির একটি ঘর সাক্ষী হয়ে আছে সিদ্ধযোগী কালীপদ গুহরায় মহাশয়ের কাশী বাসের। প্রথম জীবনে তিনি একজন বিপ্লবী ছিলেন। পরবর্তী জীবনে সাধনা বলে সিদ্ধযোগী হয়েছিলেন। আনন্দময়ী মা, মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং কাশী-নরেশ পর্যন্ত সবাই ভালোবাসতেন অথবা শ্রদ্ধা করতেন তাঁকে।  কালীপদ গুহ রায় জন্ম ১৯০২ সালে, কেন্দুয়া-ফরিদপুর অঞ্চলে। ভারতচন্দ্ৰ। মাদারীপুর হাইস্কুল থেকে প্ৰবেশিকা পাশ করে কলিকাতার আশুতোষ কলেজ, রংপুর কলেজ ও দৌলতপুর কলেজে অধ্যয়ন করেন। অল্প বয়স থেকেই বিপ্লবী যুগান্তর দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৩০ খ্রী. থেকে আট বছর কারারুদ্ধ থাকেন।  Cellular জেলের এক ফলকে ভারতীয় বিপ্লবীদের নাম তালিকায় তার নাম খোদিত আছে। মুক্তিলাভের পর সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় মন দেন। যৌবনে নিজ সম্পাদনায় ‘চক্ৰবাক’ নামে একটি সাময়িক পত্রিকা প্ৰকাশ করেছিলেন। কিছুদিন বন্ধু কাজী নজরুল-সম্পাদিত ‘নবযুগ’-এর সম্পাদকমণ্ডলীর প্রধান হিসাবে কাজ করেন। ইংরেজী ও বাংলা উভয় ভাষাতে কবিতা লিখতে এবং বক্তৃতা দিতে...

বাদল বাবুর কাশীলাভ

Image
না বাদল বাবুর কাশী লাভ হয়নি, কিন্তু তাঁর কৃতি এখানে বার বার আলোচিত - মঞ্চিত বারংবার হয়েছে, হয়ে চলেছে। এটাই তাঁর কাশী লাভ মনে করা যেতেই পারে। গোপীনাথ কবিরাজ মহাশয় এর জ্ঞানগঞ্জ বই টি আমার কাছে অনেক দিন দুর্বোধ্য ছিল। বিশেষ করে একটা মানুষ নিজের দেহ এক জায়গায় রেখে, সারা পৃথিবী কি করে বিচরণ করতে পারে ! আমার কাছে এটাই ছিল পরম আশ্চর্যের। এই আশ্চর্যের সমন কিছুটা বাদল বাবুই আমার জীবনে করেছেন, এ কথা বলতে পারি। বাদল বাবু কাশী তে নিজে না এলেও তাঁর কৃতি সারা পৃথিবীর মত কাশী তেও সমাদৃত হয়েছে। এখানকার নাট্য বিদ দের ভাবিয়েছে, মঞ্চায়ন করতে বাধ্য করেছে।   আজ তাঁর জন্মদিন। আমি নিজের কথা আরম্ভ করছি, বাদল বাবু ও তাঁর কৃতি আমার ঝুলিতে যখন যে ভাবে এসেছেন, সেখান থেকেই। আজ এটাই আমার তাঁর প্রতি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন।  গন্ডি  ১৯৯৭, কাশীর বাঙালি টোলা অঞ্চলের তারা বাড়ি। এই তারা বাড়ি (মন্দির) রাণী ভবানীর অবদান ও কীর্তি, কাশীর মানুষের মনে রাখতে বাধ্য করে। সেই তারা বাড়ির বিরাট উঠোনে বাদল বাবুর নাটক গন্ডির মহড়া চলছে। তখন ভরা শীত। হাড় কাঁপানো শীতের মাঝে যদি বর্ষা হয়ে তাহলে আর কথা...

চৌকি ঘাট, কাশী

Image
                         চৌকি ঘাট চৌকি ঘাট কাশীর বাঙালি টোলা অঞ্চলের ঠিক মাঝা মাঝি। এক পাশে কেদারেশ্বর অন্য দিকেই  ক্ষেমেশ্বর  মহাদেব নামেই দুই বাঁধা ঘাট এই ঘাটের নাম চৌকি ঘাট বলে কেনো খ্যাত তার নানান মতবাদ প্রচারিত। অনেকে বলেন ঘাটের উর্ধের গলি পথ চৌ রাস্তার সঙ্গে মিলিত হওয়ার জন্য নাকি এই ঘাটের নাম চৌকি। ঘাটের সিড়ি তে সদ্য এক লোহার সরকারি ফলকে এটাই খোদিত।  কিন্তু, আমার মনে হয় বিষয় টির কারণ অন্য। চৌকি ঘাটের গলি যে বড় রাস্তায় গিয়ে মেশে তার নাম সোনারপুরা। আর সোনারপুরা থেকে অনতি দুরাই ভেলুপুর থানা। থানা কে এখানকার আমজন চৌকি বলে থাকেন। সেই পুলিশ চৌকি থেকেই এই ঘাটের নাম চৌকি ঘাট হয়ে থাকবে। চৌকি ঘাটের পুরানো নাম গৌরেণ ঘাট।  গৌরেণ আসলে গৌরাঙ্গর অপভ্রংশ। শ্রী সমীর নাথ মহাশয় জানান যে,  এই ঘাটে ছিল এক গৌরাঙ্গ মন্দির। মন্দিরে ছিল সোনার  গৌরাঙ্গ  মূর্তি। বর্তমানে এই মূর্তিটি নেই ও মন্দিরটি ঠিক কোন জায়গায় ছিল সে কথা বলা মুশকিল। আজো এই এলাকার পুরানো লোক জনেরা গৌরেন ঘাট বলে থাকেন। ...

প্রয়াত হলেন কাশীর সঙ্গীত সাধক ডাঃ দেবব্রত ভট্টাচার্য

Image
প্রয়াত ডাঃ দেবব্রত ভট্টাচার্য আজ প্রভাতে কাশীর সঙ্গীত জগতের অনন্য তবলা শিল্পী শ্রদ্ধেয় দেবব্রত ভট্টাচার্য হৃদয় আঘাতে দেহ ত্যাগ করেন।  তাঁর অসময় পরায়ণ কাশীর সঙ্গীত সমাজ কে স্তব্ধ, মর্মাহত করে দিয়েছে।  ২৬ অক্টোবর ১৯৫৫ কবিরাজ আশু বাবুর ঘরে পুত্র রূপে জন্ম। শৈশবে  পড়ার সঙ্গে তবলা প্রশিক্ষণ শুরু হয়। সেই সময় তার কাকা প্রয়াত পণ্ডিত শ্রী শ্রীতোষ ভট্টাচার্যের দক্ষ নির্দেশনায় প্রাথমিক তবলা প্রশিক্ষণ শুরু হয় এবং তারপরে পিতা, প্রখ্যাত তবলা বাদক প্রয়াত পণ্ডিত শ্রী আসুতোষ ভট্টাচার্যের কাছ থেকে তবলা শিক্ষা গ্রহণ করেন। সঙ্গীতের সঙ্গে মেডিকেলে বি এ এম এস পূর্ণ করেন। মেডিকেল অফিসার ইনচার্জ হয়ে। সরকারি হাসপাতাল যোগ দেন ১৯৮৩।  ২০১৪ সালে নিজের পেশা থেকে অবসর নেন। সঙ্গীতে অর্জন - ১৯৭৭ সাল থেকে অল ইন্ডিয়া রেডিও শিল্পী এবং পরবর্তী কালে " দূরদর্শন কেন্দ্র" দিল্লী শিল্পী রূপে যোগদান করেন। - কলেজ তবলা প্রতিযোগিতায় তিনবার প্রথম স্থান অর্জন। - উত্তর প্রদেশ সঙ্গীত একাডেমী লখনউ-এর বিশেষ বিভাগে পুরস্কার প্রাপক। - এলাহাবাদে সর্বভারতীয় তবলা প্রতিযোগিতার  বিশেষ বিভাগে...