কাশীর বাঙালী টোলার দ্বীতিয় পাতালেশ্বর
কাশীর বাঙালী টোলা অঞ্চলের দ্বীতিয় পাতলেশ্বর মন্দির শিবের প্রতিটি রূপই যে নগরে পূজিত সে হল কাশী। আর এই কাশীর বাঙালী টোলার প্রতিটি বাড়িই একটি করে দেবালয়। মহাদেব তাই নিজেকে এই নগরের প্রেমে আবদ্ধ। বাঙালী টোলার পাতালেশ্বর মন্দির বলতেই, যে মন্দিরের কথা মনে পড়ে সে হল চৌষট্টি যোগিনী মন্দিরের কাছেই। মহাদেব সেই মন্দিরের গভীরে প্রতিষ্ঠিত। আজ আমরা চলেছি আর এক পাতালেশ্বর মন্দিরের দিকে। এই মন্দিরটি পাণ্ডে হওয়েলি অঞ্চলের ওরিয়েন্টাল হাই স্কুলের সামনে যে দুর্গা চরণ রক্ষিত লেন সেই স্থানে অবস্থিত। উইকিপিডিয়া থেকে জানা যায় - দুর্গাচরণ রক্ষিত (২৯শে সেপ্টেম্বর, ১৮৪১ — ২৭শে আগস্ট, ১৮৯৮) সর্বোচ্চ ফরাসী পুরস্কার - 'লেজিয়ঁ দ্য অনার' এ ভূষিত প্রথম ভারতীয় বাঙালী উদ্যোগপতি। শেষ জীবনে রক্ষিত মহাশয় কাশিবাস করেন। তাঁর নামেই দুর্গাচরণ গার্লস ইন্টার কলেজ ১৯২৪ এ প্রতিষ্ঠিত হয়। দুর্গাচরণ রক্ষিত মাত্র ৫৬ বৎসর বয়সে ১৮৯৬ খ্রীস্টাব্দের ২৭শে আগস্ট বসন্তরোগের কারণে পরলোক গমন করেন। ফরাসী সরকার তাঁর পারলৌকিক ক্রিয়াতেও রাজকীয় সম্মান প্রদর্শন করে।